বলিউড অভিনেতা সাইফ আলী খান শুটিং করতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় ৫৩ বছর বয়সী এই অভিনেতাকে।
ইন্ডিয়া ডটকম জানিয়েছে, সাইফ আলী খান হাঁটু ও কাঁধে আঘাত পেয়েছেন। তেলেগু ভাষার ‘দেবারা’ সিনেমার শুটিং চলাকালে আহত হন সাইফ।
অনেক দিন ধরে কাঁধ ও হাঁটুর ব্যথায় ভুগছেন। সম্ভবত, সাইফের হাঁটুতে অস্ত্রোপচার করা হবে। হাসপাতালে এ অভিনেতার পাশে রয়েছেন তার স্ত্রী কারিনা কাপুর খান।
‘দেবারা’ সিনেমা নির্মাণ করছেন কোরাতলা শিবা। সিনেমাটিতে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার।
সবকিছু ঠিক থাকলে আগামী ৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেবারা’। উল্লেখ্য, এবারই প্রথম নয়, ২০১৭ সালে পরিচালক বিশাল ভরদ্বাজের ‘রঙ্গুন’ সিনেমার শুটিং সেটে আহত হন সাইফ আলী খান।