Homeখেলাধুলাকাজের চাপ আর নিতে পারছি না: পাপন

কাজের চাপ আর নিতে পারছি না: পাপন

সাংবাদিকদের সাথে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিবিস) কাজের চাপ আর নিতে পারছেন না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার (১ সেপ্টেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেন, টিমের সাথে টিম ম্যানেজম্যান্ট এর সাথে আমার একটা বোঝাপড়া শুরু থেকেই ছিল যা মাঝখানে একবছর ছিল না। গত বিশ্বকাপের পর এটি এখন আবার বেড়েছে। আমি থাকলে এটা না করেও পারব না।

নিজের কাজের চাপের উল্লেখ করে নাজমুল হাসান পাপন বলেন, বিসিবি সভাপতি হিসেবে অন্যান্য দেশের সাথে এবং আইসিসি সম্পর্কিত প্রচুর কাজ থাকে। দিনে আট-দশটা জুম মিটিং করতে হয়। আমার দেশে কথা বলতে হয়, বোর্ড মেম্বারদের সাথে কথা বলতে হয়, আসিসিসির সাথে কথা বলতে হয়। সুতরাং কাজটা এতো বেশি এখন আমি মনে করি সেই কাজের লোডটা এখন আমার জন্য অনেক বেশি।

আরো পড়ুনঃ   টাইব্রেকারে হেরে দাবা বিশ্বকাপ থেকে নিয়াজের বিদায়
আরো পড়ুনঃ   বিশ্ব রেকর্ড দেখলো ঢাকা প্রিমিয়ার লিগ

সামনে বিসিবি সভাপতি পদ নিয়ে তিনি বলেন, আপনারা যদি জিজ্ঞেস করেন তাহলে আমার পুরো সময় ক্রিকেটেই। এটা যে আমি উপভোগ করি না এমন না। আমার ভাল লাগে। তবে, সামনে হয়তো আমি এভাবে সময় দিতে পারবো না। আর যদি আমি সময় না দিয়ে সামনে এই পদে বসে থাকি তবে আদতে বোর্ড এবং ক্রিকেট ক্ষতিগ্রস্থ হবে। তাই আমাদের একটি সমাধানে আসতে হবে। তাই আমি মনে করি এখানে নতুন কেউ আসা উচিত।

/এস এন

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ