27.1 C
Chittagong
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজপ্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার(৫৮) মারা গেছেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

তিনি ২০২১ সাল থেকে কারাগারে অন্তরীন ছিলেন। আব্দুস সাত্তার কলারোয়া উপজেলার কয়লা গ্রামের মৃত লতিফের পুত্র। তিনি কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

সাতক্ষীরা জেলা কারাগারের সুপার আবুল বাশার জানান, তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ২০২১ সালের ২৭ জানুয়ারি সাড়ে ৩ বছরের সাজায় দণ্ডিত হন আব্দুস সাত্তার। এরপর থেকে তিনি জেলা কারাগারে অন্তরীন ছিলেন।

জেল সুপার আরও জানান, রোববার ২৮ জানুয়ারি সন্ধ্যায় তিনি অসুস্থ্যবোধ করলে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তার মৃত্যু খবর আসে।