Homeবিনোদোনঅ্যাপার্টমেন্টে থেকে অভিনেতা উইলিয়ামসের মৃতদেহ উদ্ধার

অ্যাপার্টমেন্টে থেকে অভিনেতা উইলিয়ামসের মৃতদেহ উদ্ধার

ছবি: মাইকেল কেনেথ উইলিয়ামস।

আমেরিকান অভিনেতা মাইকেল কেনেথ উইলিয়ামস মারা গেছেন। এইচবিও’র ড্রামা সিরিজ ‘দ্য ওয়্যার’-এ অভিনয়ের জন্য পরিচিত ছিলেন তিনি। নিউইয়র্কের এক অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। মাইকেল কে উইলিয়ামস নামে পরিচিত এই অভিনেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪ বছর।

জানা যায়, অতিরিক্ত মাদক সেবনে মৃত্যুবরণ করেছেন তিনি। অবশ্য আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি এখনো।

দীর্ঘদিন অভিনয় দিয়ে মুগ্ধ করে রাখা উইলিয়ামস তিনবার এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছিলেন। তবে বছরের পর বছর ধরে মাদকের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি। আর তা নিয়ে খোলামেলা কথাও বলেন এই অভিনেতা।

আরো পড়ুনঃ   আঁখি আলমগীরের মাখমলে পরী হয়ে উঠলেন মৌ

দ্য ওয়্যার-এ ‘ওমর লিটল’ নামে সমকামী চরিত্রে অভিনয় করেন উইলিয়ামস। এছাড়া আরেক টিভি সিরিজ বোর্ডওয়াক এম্পায়ার-এ এক শক্তিশালী গ্যাংস্টার আলবার্ট ‘চকি’ হোয়াইট চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।

আরো পড়ুনঃ   মেয়ে রাজী না হওয়ায় ম্যাসেঞ্জারে বুয়েট শিক্ষার্থীদের বেহায়াপনা, তোলপাড় সোশ্যাল মিডিয়া

নিউইয়র্ক পুলিশ জানান, জরুরি কল পেয়ে ব্রুকলিনে উইলিয়ামসের অ্যাপার্টমেন্টে যায় পুলিশ। সেখানে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে।

এনএনআর/

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ