ঢাকাই সিনেমা’র আলোচিত নায়িকা পরীমণি ও ঢাকা মহানগর পু’লিশের (ডিএমপি) সাবেক গোয়েন্দা কর্মক’র্তা এডিসি গো’লাম সাকলায়েন শিথিলের স’ম্পর্কের ঘটনা ত’দন্তে কারাগারে যাবে পু’লিশের ৩ সদস্যের কমিটি।কারাগারে থাকা কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি ও কথিত মামা আশরাফুল ইস’লাম দীপুর জবানব’ন্দি নেবে তারা।
এ ঘটনায় পরীমণিসহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মনে করছে কমিটি।
গো’লাম সাকলায়েনকে তার স্বপদ থেকে সরিয়ে পু’লিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওিএম) পশ্চিমে বদলির পর গত ১১ আগস্ট পু’লিশের অ’তিরিক্ত ডিআইজি মাসুদ করিমকে প্রধান করে তিন সদস্যের একটি ত’দন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- ডিএমপির নারী সহায়তা ও ত’দন্ত বিভাগের উপ-কমিশনার হামিদা পারভীন এবং সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পু’লিশ সুপার রুমানা আকতার। এরইমধ্যে দুদফা সময় বাড়ানোর পর কমিটি আরও ১৫ দিনের সময় চেয়েছে সংশ্লিষ্ট বিভাগের কাছে।
ত’দন্ত কমিটির সদস্য সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পু’লিশ সুপার রুমানা আক্তার সাংবাদিকরেদ বলেন, এটি একটি অফিসিয়াল কাজ। ত’দন্তের প্রয়োজনে যাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সাক্ষ্যের প্রয়োজনে আম’রা তা নিচ্ছি। কিছু বিষয় নতুন করে আম’রা আমলে নিয়েছি। সেগুলোর কাজ করতে সময় প্রয়োজন। এজন্য নতুন করে কমিটি সময় চেয়েছে সংশ্লিষ্ট দফতরে।
কারাগারে থাকা জিমি ও দীপুর জবানব’ন্দি নিতে ত’দন্ত কমিটি কারাগারে যাবে কি না, এ বিষয়ে রুমানা আক্তার বলেন, ত’দন্ত কমিটির কার্যক্রমের একটি অংশ এটি। যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, আম’রা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করবো।