Homeআন্তর্জাতিকমেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে বহু স্থাপনা

মেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে বহু স্থাপনা

ছবি: সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ধসে পড়েছে বহু ঘরবাড়ি-স্থাপনা। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির প্রশাসন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে অনুভূত হয় জোরালো কম্পন। পর্যটন নগরী আকাপুলকো থেকে ১৭ কিলোমিটার দূরত্বে ছিল কম্পনটির কেন্দ্রস্থল; ভূভাগের সাড়ে ১২ কিলোমিটার গভীরে ছিল উৎপত্তি।

ভূমিকম্পের প্রভাবে ফাটল দেখা দিয়েছে ঘরবাড়িতে। উপড়ে পড়েছে পার্বত্য এলাকাটির অনেক গাছপালা। রাস্তায় গড়িয়ে পড়েছে বড়-বড় পাথর। প্রাণভয়ে মাঝরাতে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা।

আরো পড়ুনঃ   শুধু করোনা প্রতিরোধই নয়, মাস্কে আকৃষ্ট হন নারীরাও!

শহরের মেয়র জানান, এখনও বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া না গেলেও আহত হয়েছেন অনেকে। সবশেষ ২০১৭ সালে জোরালো ভূমিকম্পে মেক্সিকোয় প্রাণ যায় কমপক্ষে ৩৭০ জনের।

আরো পড়ুনঃ   তালেবানের হাতে সাবেক ভাইস প্রেসিডেন্টের ভাই নিহত, দাফনে বাধা

ইউএইচ/

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ