Homeআন্তর্জাতিকপানশিরেই আছেন প্রতিরোধ বাহিনীর নেতারা: তাজিকিস্তানের আফগান রাষ্ট্রদূত

পানশিরেই আছেন প্রতিরোধ বাহিনীর নেতারা: তাজিকিস্তানের আফগান রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

দেশেই আছেন পানশিরের নেতা আহমেদ মাসুদ ও আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। এমন দাবি করেছেন তাজিকিস্তানে ক্ষমতাচ্যুত আফগান সরকারের রাষ্ট্রদূত জহির আঘবর।

বুধবার দুশানবেতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সালেহসহ প্রতিরোধ বাহিনীর সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে তার। জোর দিয়ে বলেন, দেশ ছেড়ে পালাননি নেতারা। বরং নিরাপত্তাজনিত কারণে আত্মগোপনে রয়েছেন। এখনও প্রতিরোধ বাহিনীর লড়াই অব্যাহত বলেও জানান আশরাফ ঘানি সরকারের কূটনীতিক।

আগস্টের মাঝামাঝি পুরো আফগানিস্তানের দখল নিলেও তালেবানের নিয়ন্ত্রণমুক্ত ছিল পানশির উপত্যকা। গেল সোমবার অঞ্চলটি বিজয়ের ঘোষণা দেন তালেবান মুখপাত্র। তবে হার স্বীকার করেনি প্রতিরোধ বাহিনী।

আরো পড়ুনঃ   টানা দুই দিনের রুশ হামলায় বিপর্যস্ত ওডেসা, নিহত ২১

তাজিকিস্তানে আফগান রাষ্ট্রদূত লেফটেন্যান্ট জেনারেল মো. জহির আঘবর বলেন, প্রতিরোধ বাহিনীর অভিধানে পালানো শব্দটি নেই। তাদের যদি পালানোর পরিকল্পনা থাকতো, তাহলে শুরুতেই তা করতেন। প্রেসিডেন্ট আশরাফ ঘানির মতো নন তারা। দেশ ও জনগণের জন্য অনুভূতিশীল তারা। আমরুল্লাহ সালেহ’র সাথে নিয়মিতই যোগাযোগ হয়। তিনি পানশিরেই আছেন আর দেশ পরিচালনা করছেন। তালেবান শিগগিরই বুঝতে পারবে পানশির কি!

আরো পড়ুনঃ   ভোটগণনা শেষ হওয়ার আগেই জয়ের দাবি পুতিনের দলের

এনএনআর/

ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্যবিধি মানতে অনীহায় ঝুঁকিতে বেনাপোল

বাংলাদেশে প্রবেশে স্বাস্থ্যবিধি মানছে না ভারতের পণ্যবাহী ট্রাকচালকরা। মাস্ক ছাড়াই থাকছেন, ঘোরাফেরা করছেন। এতে মারাত্মক করোনা ঝুঁকিতে রয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যদিও...

সর্বশেষ সংবাদ