13.4 C
Chittagong
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়আজ ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আজ ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়নের ইন্দো-প্যাসিফিক মিনিস্টারিয়াল ফোরামে অংশ নিতে আজ বুধবার (৩১ জানুয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আগামী শুক্রবার (২ ফেব্রুয়ারি) সেখানে তিনি ফোরামের উদ্বোধনী, প্লেনারি সেশন এবং একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।

সংসদ নির্বাচন শেষে নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটি হবে ড. হাছান মাহমুদের প্রথম ইউরোপ যাত্রা।

মন্ত্রীর দপ্তর সূত্র জানায়, এরই মধ্যে ব্রাসেলসে মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের বেশ কিছু অ্যাপয়েনমেন্ট চূড়ান্ত হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার ড. হাছান ব্রাসেলসে পৌঁছানোর আগে-পরে পাইপলাইনে থাকা বাকি অ্যাপয়েনমেন্টগুলোও ঠিক হবে।