‘আগামী ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেব, ইনশাআল্লাহ।’ রোববার (৫ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে ভক্ত-অনুসারীদের উদ্দেশ্যে এমনই ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমা’র শীর্ষ নায়িকা মাহিয়া মাহি। তবে কী’ সেই সারপ্রাইজ? সেটা স্পষ্ট করেননি নায়িকা।
‘সারপ্রাইজ’ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে মাহি বলেন, ‘এখন বললে তা আর সারপ্রাইজ রইলো না। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অ’পেক্ষা করতেই হবে।’
তবে মাহির স্ট্যাটাস দেখে অনেকে ধরেই নিয়েছেন ‘গো’পনে’ বিয়ে করেছেন এই নায়িকা, ১৩ তারিখ সেটাই প্রকাশ করবেন তিনি। কেননা বেশ কিছুদিন ধরেই তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও বিয়ের কথা এতদিন অস্বীকার করে এসেছেন এই অ’ভিনেত্রী।
চলতি বছরই বিচ্ছেদের পথে হেঁটেছেন মাহি। বিভিন্ন সময়ে দেয়া স্ট্যাটাসে খানিকটা র’হস্য জমিয়ে রাখেন সোশ্যাল মিডিয়ায় সরব এই চিত্রনায়িকা। বিবাহ বিচ্ছেদের ৩ মাস যেতে না যেতেই নায়িকা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, ‘পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি। উপরওয়ালা তুমি জাস্ট ওয়াও, আলহাম’দুলিল্লাহ।’
আরেকটি স্ট্যাটাসে মাহি জানিয়েছেন, ‘জীবনে প্রত্যেকটা মানুষ কমপক্ষে একটি মানুষকে স্বার্থহীনভাবে ভালোবাসে! তারপর সে ঠকে যায়, হয়তোবা ঠকায়; নয়তোবা পরিস্থিতি!’
ব্যক্তিজীবনে ২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অ’পুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তবে শুরু থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছে বলে গুঞ্জন চাউর হলেও সেসব গুঞ্জন উড়িয়ে দিতেন নায়িকা। সকল জল্পনার অবসান ঘটিয়ে গেলো ২২ মে দিবাগত রাতে স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করে স্ট্যাটাস দেন তিনি।
কিছুদিন যেতে না যেতেই আবারও মাহির বিয়ের গুঞ্জন ওঠে। মাহি সে বিষয়টি অস্বীকার করলেও গুঞ্জন পিছু ছাড়ে না। এ সংক্রান্ত কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা এই গুঞ্জনকে জো’রালো করে।
সেসময় মাহি বলেন, ‘আমি আপাতত বিয়ে নিয়ে ভাবছি না। একটা স’ম্পর্ক থেকে বের হয়ে এসেছি। নিজেকে আরও গুছিয়ে নিতে চাই। আমি এখন কাজের নতুন পরিকল্পনা করছি।’
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখছেন মাহি। কয়েকদিন আগে রান্না করার ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে তিনি ড্রয়িং রুমের সোফায় বসে ভুনা খিচুড়ি রান্না করেছেন। এছাড়াও গেলো ১৪ আগস্ট রাতে মাহির অফিসিয়াল ফেসবুক পেজে বাইক চালানোর একটি ভিডিও শেয়ার করেন মাহি। ক্যাপশনে লিখেছেন- ‘তিনবার ঠাস করে পড়ে গেছিলাম।’ তার পোস্ট করা সেই ভিডিওটি নেটিজেনদের নজর কেড়েছে।