Homeবিনোদোনসড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে জনপ্রিয় অভিনেতা

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে জনপ্রিয় অভিনেতা

মা’রাত্মক সড়ক দুর্ঘ’টনায় আ’হত হয়েছেন তেলেগু সিনেমা’র জনপ্রিয় মুখ সাই ধরম তেজ। দুর্ঘ’টনাস্থলেই জ্ঞান হারালে তাকে দ্রুত হাসপাতা’লে নিয়ে যাওয়া হয়। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে এই দক্ষিণী তারকাকে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হায়দরাবাদের দুর্গমচেরুভু কেবল ব্রিজের ওপর দুর্ঘ’টনাটি ঘটে।

দুর্ঘ’টনার জন্য অনেকাংশে দায়ী অ’ভিনেতাই।

ভা’রতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হায়দরাবাদের সড়কে দুরন্ত গতিতে স্পোর্টস বাইক চালাচ্ছিলেন তিনি। অ’তিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।এরপর রাস্তার পিচে তার মোটরসাইকেলের চাকা স্কিড করে। এই দুর্ঘ’টনার কবলে পড়েন।

এদিকে সাইয়ের দুর্ঘ’টনার খবর পেয়ে ইতিমধ্যেই তাকে দেখতে হাসপাতা’লে ছুটে গেছেন চিরঞ্জীবী, আল্লু অরবিন্দ, পবন কল্যাণ -এর মতো দক্ষিণের নামি তারকারা।

আরো পড়ুনঃ   আমি আমার নিজের নিয়মে চলি: নুসরাত
আরো পড়ুনঃ   আমি আমার নিজের নিয়মে চলি: নুসরাত

হায়দরাবাদের জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতা’লে চিকিৎসা চলেছে সাইয়ের। হাসপাতা’লের এক বিবৃতিতে বলা হয়েছে, চোট গভীর হলেও অ’ভিনেতার মস্তিষ্ক, মেরুদ’ণ্ড বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হয়নি। তবে কলার বোনে ফ্র্যাকচার হয়েছে এবং বেশ কিছু টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘মেডিক্যাল স্টেবল’ তাই রয়েছেন সাই। আপতত কোনো রকমের অ’স্ত্রোপচারের প্রয়োজন নেই তার।

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ