চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় পাহাড় কাটার অভিযোগে অভিযান চালায় পুলিশ। এসময় মো. ফারুক হোসেন (৪৬) নামে এক ব্যাক্তিকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
রবিবার (৪ জানুয়ারি) রাতে বায়েজিদের চন্দ্রনগর চৌধুরীনগর আবাসিক এলাকা জামে মসজিদ রোডস্থ পশ্চিম দিকে শেষ মাথা সংলগ্ন (টিলা ভূমি) পাহাড় কাটার সময় পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতার ফারুক পিরোজপুরের ভান্ডারিয়া থানার দক্ষিণ মাটিভাঙ্গা এলাকার হাওলাদার বাড়ির মৃত মো. রফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।
আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, অনুমতি ছাড়া পাহাড় কাটার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে একজনকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ১২(১ক) (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।