Homeলাইফস্টাইলতারকাদের ত্বক এতো চকচকে হয় কীভাবে?

তারকাদের ত্বক এতো চকচকে হয় কীভাবে?

ছবি: সংগৃহীত

তারকাদের ত্বকের সাথে নিজের চামড়ার তুলনা করেননি এমন তরুণী খুঁজে পাওয়া মুশকিল। তারকাদের চকচকে ত্বক এবং লাবণ্য দেখে তাদের মতো হতে চাননি এমন নারী পাওয়া কষ্টকর। প্রশ্ন জাগে, কী এমন মাখেন তারা? কেবল দামি ব্রান্ডের কসমেটিক্স ব্যবহার করলেই পাওয়া যাবে এমন মোহনীয় ত্বক?

তারকাদের এমন চকচকে ত্বকের পেছনে বিশেষ খাদ্যাভ্যাস ও জীবনব্যস্থা তো আছেই, তবে কিছু বিষয় মানলে তাদের মতো এমন ত্বক পেতে পারেন আপনিও।

এর জন্য যে বিষয়গুলো মাথায় রাখতে হবে-

১) সানস্ক্রিনের গুরুত্ব কখনও উপেক্ষা করলে চলবে না। রোদে বেরোনোর আগে সানস্ক্রিন মাখা অতি জরুরি। তবে ত্বক ভাল থাকবে। তারকারা শুটিং ব্যতীত রোদের কাছাকাছি যান খুব কম। তাই রোদকে পারতপক্ষে এড়িয়ে চলতে হবে। বাইরে বের হলে প্রয়োজনে ছাতা ব্যবহার করতে পারেন।

২) শুধু মুখ নয়, ঘাড়েরও যত্ন নিতে হবে। ঘাড়ের ত্বকও মুখের মতো পাতলা। যত্নের অভাবে তাড়াতাড়ি ভাঁজ পড়ে যায়। তাতে চেহারার জেল্লা কমে।

৩) মাঝেমধ্যেই মুখে বরফের টুকরো ঘষে নিন। তাতে ত্বক নরম হবে। ত্বকের তেলতেলে ভাবও উধাও হবে।

৪) মুখে ক্রিম বা অন্য কোনও কিছু লাগানোর আগে অবশ্যই হাত পরিষ্কার করে নিন। তাতে মুখের ত্বকে জীবণু কম যাবে।

৫) বিছানায় যাওয়ার আগে কয়েকটি নিয়ম পালন করুন। মেকআপ তুলে ঘুমোবেন। হাত-মুখ ভালভাবে পরিষ্কার করবেন। আর হাল্কা-ঢিলা কোনও পোশাক পরবেন।

৬) হাতের যত্ন নেওয়াও খুব জরুরি। সাজগোজ করার পরে মুখ ছাড়া শরীরের যে অংশটি সবচেয়ে বেশি নজর কাড়ে, তা হল হাত। হাত সুন্দর রাখার চেষ্টা করুন।

৭) চোখের তলায় নিয়মিত মাসাজ করুন। তাতে চোখের নীচের চামড়া টানটান থাকবে।

ছিনতাই আর ডাকাতির জনপদ আশুলিয়ার কবিরপুর

সন্ধ্যার পর জনমনে নেমে আসে আতংক। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় নানা অঘটন। থানা পুলিশ বাড়তি সতর্কতা নিলেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না আশুলিয়ার কবিরপুর এলাকার ছিনতাই...