Homeসারাদেশপিরোজপুরে ডোবা থেকে যুবতীর মরদেহ উদ্ধার

পিরোজপুরে ডোবা থেকে যুবতীর মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের কচা নদী সংলগ্ন বেড়িবাঁধের পাশে ডোবা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এ যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের কচা নদী সংলগ্ন বেড়িবাধেঁর পাশের ডোবায় ভাসমান অবস্থায় এক যুবতীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে । শ্বাসরোধে হত্যার পরে দুর্বৃত্তরা মরদেহটি এখানে ফেলে রেখেছে বলে প্রাথমিক ধারনা পুলিশের।

ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, ওই তরুণীর মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ ওই তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

ছিনতাই আর ডাকাতির জনপদ আশুলিয়ার কবিরপুর

সন্ধ্যার পর জনমনে নেমে আসে আতংক। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় নানা অঘটন। থানা পুলিশ বাড়তি সতর্কতা নিলেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না আশুলিয়ার কবিরপুর এলাকার ছিনতাই...