13.4 C
Chittagong
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলাউরুগুয়েকে হারিয়ে আর্জেন্টিনার ফুটসাল বিশ্বকাপ নিশ্চিত

উরুগুয়েকে হারিয়ে আর্জেন্টিনার ফুটসাল বিশ্বকাপ নিশ্চিত

খেলাধুলা ডেস্ক :

কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে চলতি বছরের জুনে। ইতোমধ্যেই ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই টুর্নামেন্টের জন্য।

তবে এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে কোপা আমেরিকা ফুটসাল। সেখানে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে ফুটসাল বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে তারা।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার দারুণ কিছু সুযোগ পেয়েছিল মাতিয়াসের দল। তবে সেগুলো থেকে কাঙ্ক্ষিত গোল আদায়ে ব্যর্থ হয় তারা।

আলবিসেলেস্তেদের বেশ কিছু দুর্দান্ত আক্রমণ প্রতিহত করেন উরুগুয়ের গোলরক্ষক ম্যাথিয়াস ফার্নান্দেজ। দুই দলই প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় আর্জেন্টিনা-উরুগুয়ে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্জেন্টিনা। লুকাস ত্রিপোদির জোরালো শট আর্জেন্টিনাকে ১-০ গোলের লিড এনে দেয়।

আলবিসেলেস্তেরা নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। মধ্য মাঠ থেকে দারুণ এক গোল করে আর্জেন্টিনার ২-০ গোলের জয় নিশ্চিত করেন পাবলো তাবুর্দা।