13.4 C
Chittagong
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদবিনোদনভেঙে গেল বলিউড অভিনেত্রী এশা দেওলের ১২ বছরের সংসার

ভেঙে গেল বলিউড অভিনেত্রী এশা দেওলের ১২ বছরের সংসার

বিনোদন ডেস্ক :

দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বলিউড অভিনেত্রী এশা দেওলের সংসারে নাকি বাজছে বিচ্ছেদের সুর। এবার সেই গুঞ্জনেই সিলমোহর পড়ল। ভেঙে গেল অভিনেত্রীর ১২ বছরের সংসার।

ভারতীয় গণমাধ্যমকে এক বিবৃতি দিয়ে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন এশা ও তার স্বামী ভরত তখতানি।

ওই বিবৃতিতে এষা ও ভরত জানান, আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে আর বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হয়েছি। জীবনের এই পর্যায়ে আমাদের দুই সন্তানই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের ভালোমন্দই সবচেয়ে আগে থাকবে। এই বিষয়টিকে ব্যক্তিগতই রাখতে চাইব।

২০১২ সালের জুন মাসে ভালোবেসে ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এশা। বিয়ের পাঁচ বছরের মাথায় ২০১৭ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান। এর দুবছর না যেতেই তখতানি পরিবারে আগমন ঘটে আরেক নতুন সদস্যের।

বিচ্ছেদের কারণ হিসেবে শোনা যায়, অন্য নারীতে আসক্ত হয়েছেন এশার স্বামী ভরত তখতানি। বর্তমানে সেই নারীর সঙ্গেই নাকি বেশি সময় কাটাচ্ছেন ভরত। এমনকি দুজনকে বেঙ্গালুরুর এক পেইড পার্টিতেও দেখা গেছে বলে জানা গেছে। সূত্র : সংবাদ প্রতিদিন।