27.4 C
Chittagong
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদUncategorizedডাকাতি চক্রের ৬ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫২ ভরি স্বর্ণ

ডাকাতি চক্রের ৬ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫২ ভরি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রম নগরীর সদরঘাট এলাকা থেকে ৬ জনকে চুরির প্রস্তু‌তিকালে গ্রেফতার করেছে সিএমপি‘র সদরঘাট থানা পু‌লিশ।

একটি স্বর্ণ চুরির মামলার তদন্তে ও স্বর্ণ উদ্ধারে নেমে পুলিশ ডাকাতি ও চুরি চক্রের ৬ সদস্যদের সন্ধান পায় অস্ত্রসহ।

এই চক্রের সদস্যরা ডাকাতি ও চুরির কাজে বিভিন্ন সোর্স লাগিয়ে টার্গেট ঠিক করে তথ্য সংগ্রহ করে এবং রেকি করে তারপর সুবিধা জনক সময়ে ডাকাতি বা চুরি করে। প্রয়োজনে তারা অস্ত্র ও ব্যবহার করে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সি এম পি) এর দক্ষিণ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য দিয়ে জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার স্বর্ণ চুরির মামলায় অনুসন্ধানে নেমে নগরীর পশ্চিম মাদারবাড় এলাকার ওয়্যার মার্কেটে প্রবেশ মুখে পাকা রাস্তা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের কাছে ধরা ৬ জনের কাছে থেকে এসময় দেশিয় পাইপ গান, ছোরা ও তালা ভাঙার সরঞ্জাম পাওয়া যায়। গ্রেফতারকৃত ৬ আসামির মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

আটক হওয়া ডাকাতি ও চুরি চক্রের সদস্যরা হলো মো. আরিফ হোসেন, মো. শরীফ, মেহেদি হাসান রুবেল, মো. সাইদুল ইসলাম রিগ্যান, মো. হান্নান ও মো. রিয়াদ হোসেন।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান পু‌লিশ জানান , গ্রেফতারকৃত আরিফ হাসান মেহেদী নামে ডাকাত দলের এক সদস্য স্বীকার করেছে, কয়েক‌দিন আগে মেহেদীবাগস্থ আমিরবাগ আবাসিকের এক বাসা থেকে চু‌রি করা স্বর্ণ তার কাছে রয়েছে। ওই স্বীকারোক্তি অনুসারে তাদের নিয়ে স্বর্ণ উদ্ধারের অভিযানে ডবলমুরিং থানার বারেক বিল্ডিং মোড় এলাকার কনকর্ড গ্রুপের খালি জায়গায় তথা সানাই সিনেমা হলের খা‌লি জায়গার ঝোপের ভিতরে মা‌টির নিচে লুকানো অবস্থায় ৫১ ভ‌রি ১২ আনা ৩ র‌ত্তি স্বর্ণ উদ্ধার করে পু‌লিশ।

স্বীকারোক্তিতে তারা আরো জানায় সবাই মেহেদীগের আমিরবাগ আবাসিক এলাকার একটি বাসা থেকে ওই স্বর্ণগুলো চুরি করে। এই উদ্ধারকরা স্বর্ণ এবং আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ।