28 C
Chittagong
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়মানুষের জীবন মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মানুষের জীবন মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের আনসার বাহিনীর উন্নয়নে সব পদক্ষেপ নিয়েছে। মানুষের জীবন মানোন্নয়নেও কাজ করছে সরকার।

সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপির সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সময়ে আনসার ও ভিডিপি নিঃস্বার্থভাবে কাজ করেছে।

২০১৪-১৫ সালে অগ্নিসন্ত্রাসের সময় সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করায় আনসার ও ভিডিপি বাহিনীকে ধন্যবাদ জানালেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী এসময় সকল ধরনের নাশকতা রুখতে বাহিনীকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাস দুর্নীতি এবং মাদক থেকে সমাজকে রক্ষা করতে আনসারদের ভূমিকা রাখতে হবে।

শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াতের ধ্বংসযজ্ঞ ঠেকাতে দক্ষতার সঙ্গে কাজ করেছে আনসার সদস্যরা। জননিরাপত্তার স্বার্থে যে কোন অপতৎপরতা রুখতে হবে আনসার ও ভিডিপি বাহিনীকে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আনসার-ভিডিপি একাডেমিসহ আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রধানমন্ত্রী ১০টায় সফিপুরে আনসার একাডেমিতে আগমন ও অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন সরকার প্রধান।