লকাডাউনে দেশের বিভিন্ন এলাকায় সরকারি দল ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পর কৃষকের ধান কে’টে দেয়ার কাজে হাত লাগালেন দু’র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
গতকাল শনিবার (১ মে) বিকেলে আশুলিয়া থা’না আওয়ামী লীগের উদ্যোগে ইয়ারপুর এলাকায় জয়নাল আবেদীন নামের ওই কৃষকের প্রায় দুই বিঘা পাকা ধান কে’টে দেন প্রতিমন্ত্রী এবং তার কর্মীরা।
জানা যায়, কৃষক জয়নাল আবেদিন শ্রমিক-সংকটে ভুগছিলেন। এতে তিনি ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে শনিবার বিকেলে দু’র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ওই কৃষকের ধান কে’টে দেওয়ার উদ্যোগ নেন।
এ সময় জমির মালিক জয়নাল আবেদীন প্রতিমন্ত্রীকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। প্রতিমন্ত্রী নিজে ধান কা’টায় স্থানীয় লোকজন ভিড় করেন ওই ধানক্ষেতের আশপাশে। এ সময় প্রতিমন্ত্রীর প্রশংসা করেন এলাকার সর্বস্তরের লোকজন।
ধান কে’টে এনামুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সর্বত্র ধান কা’টা কার্যক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ গতবারের মতো এবারও অংশগ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আমি আমা’র সংসদীয় আসন আশুলিয়া থা’নার ইয়ারপুর ইউনিয়নে গরিব চাষিদের ধান কে’টে দিয়েছি।’
তিনি বলেন, ‘আজ সারা দিন থেকে আম’রা ধান কে’টেছি। সারা বাংলাদেশে এটা একটা দৃষ্টান্ত এবং উৎসাহের রেফারেন্সের জায়গা হোক।’