Homeআন্তর্জাতিকবিশ্বের সবচেয়ে ‘বয়স্ক যমজ’র তকমা পেলেন জাপানের দুই বৃদ্ধা, বয়স কত জানেন?

বিশ্বের সবচেয়ে ‘বয়স্ক যমজ’র তকমা পেলেন জাপানের দুই বৃদ্ধা, বয়স কত জানেন?

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত যমজ বোন হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে জাপানের দুই নারী উমেনো সুমিয়ামা এবং কাউমে কোডামার। তাদের বয়স বর্তমানে ১০৭ বছর ৩০০ দিন। খবর বিবিসির।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিশ্বের সবচেয়ে বয়স্ক যমজ বোন হিসেবে তাদের নাম ঘোষণা করে গিনেজ কর্তৃপক্ষ। ১৯১৩ সালের ৫ নভেম্বর জাপানের সোডোশিমা দ্বিপে জন্মগ্রহণ করেন তারা। বর্তমানে উমেনো এবং কাউমে জাপানে পৃথক দু’টি শহরে বসবাস করছেন। বর্তমানে উভয়েই মোটামুটি সুস্থ আছেন।

এর আগে এই তকমা ছিল জাপানেরই অন্য দুই যমজ বোন কিন নারিতা এবং গিন কানিয়ের দখলে। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠার সময় তাদের বয়স ছিল ১০৭ বছর ১৭৫ দিন। তবে ১০৮ বছর বয়সে তাদের মধ্যে এক বোন মারা যান। অন্যজন হয়ে উঠেছিলেন সোশ্যাল সেলেব্রিটি।

আরো পড়ুনঃ   ইরাকে ১৭ হাজারের বেশি পুরাকীর্তি ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আরো পড়ুনঃ   করোনার টিকা নেয়ায় শরীর চুম্বকের মতো হয়ে গেছে! (ভিডিও)

দীর্ঘায়ুর জন্য পরিচিত জাপান। এ দেশের জনগণের গড় আয়ু বিশ্বের অন্যসব দেশের তুলনায় অনেক বেশি। এর মূল কারণ হলো, তাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সুস্থ জীবনব্যবস্থা। দেশটিতে বয়স্করা যথেষ্ট সম্মানও পান অন্যদের কাছ থেকে।

বর্তমানে জীবিত সবচেয়ে বেশি বয়স্ক মানুষের তকমাও একজন জাপানি নারীর দখলে। কানে তানাকা নামের এই নারীর বয়স ১১৮ বছর।

আখাউড়া ইমিগ্রেশন দিয়ে বিশেষ অনুমতি নিয়ে যাত্রীরা ফিরছেন নিজ দেশে

আখাউড়া প্রতিনিধি: দু’দেশের সীমান্ত বন্ধের ফলে বাংলাদেশ ও ভারতে আটকে পড়াদের অনেকে বুধবার সকাল থেকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ভারতীয় হাইকমিশনের তালিকা...

সর্বশেষ সংবাদ