জনপ্রিয় অ’ভিনেত্রী নুসরাত জাহান। বিয়ে ছাড়া সন্তানের মা হওয়াসহ যশ দাশগুপ্তের সঙ্গে লিভটুগেদার ও নিখিলের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে বেশ কিছু দিন ধরেই আছেন আলোচনায়।
সম্প্রতি ভা’রতীয় বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, নিখিল ছিলেন উভ’য়কামী। এ কারণে নুসরাতের শারীরিক চাহিদা পূরণেও ব্যর্থ ছিলেন তিনি। যার ফলে ভেঙে যায় তাদের সংসার।
প্রতিবেদনে জানানো হয়, বিয়ের পরই নুসরাত দেখতে পান নিখিলের অন্য রূপ। উভ’য়কামী বিষয়টা জানতে পেয়ে চরম মানসিক যন্ত্র’ণার মধ্যে দিয়ে যান অ’ভিনেত্রী। সেই নিয়ে দুজনের মধ্যেকার ঝামেলা শুরু হয়।
নিখিলের জন্ম’দিনের রাতে নুসরাত নিখিলকে তার এক বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন। নিখিলের ওই বিবাহিত বন্ধুর স্ত্রী’ও নাকি দুজনের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং শেষমেষ তাদের ডিভোর্স হয়।
নিখিলের বি’রুদ্ধে আরও অ’ভিযোগ রয়েছে, তিনি প্রায় সময়ই নে’শাগ্রস্ত থাকতেন, মাঝরাতে বাড়ি ফিরতেন এবং বাথরুমে ঘুমিয়ে পড়তেন। দিনের পর দিন এইসব কিছু সহ্য করতে না পেরেই ‘বিয়ে’ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন নুসরাত।