Homeজাতীয়ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা

ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা

দেশে পৌঁছেছে সিনোফার্মের আরও পঞ্চাশ লক্ষ ডোজ ভ্যাক্সিন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চীনের ওই ভ্যাক্সিন দেশে এসেছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টায় প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্যাক্সিনগুলো গ্রহণ করেন। স্বাস্থ্য অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা, পিআরও মারফত এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এনিয়ে সিনোফার্মের মোট ২ কোটি ৯৯ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। টএর আগে মোট তিন কোটি ডোজ টিকা কিনতে সিনোফার্মের সঙ্গে চুক্তি হয়েছে সরকারের। এছাড়া কোভ্যাক্সের আওতায়ও সিনোফার্মের টিকা বিনামূল্যে পাচ্ছে বাংলাদেশ।

আরো পড়ুনঃ   এবারের লকডাউনে যা যা বন্ধ থাকছে

উল্লেখ্য, এ বছর ৭ ফেব্রুয়ারি থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সারাদেশে টিকা কার্যক্রম শুরু করে সরকার। তবে এরপর দেশব্যাপী উপহার এবং বিভিন্ন দেশ থেকে কেনা সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকাদান শুরু হয়েছে, যা এখনও চলছে। তবে গত অগাস্টে মডার্নার টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ ঘোষণা করা হয়। এখন মূলত চীনের তৈরি সিেনাফার্মের ওই টিকার ওপর ভিত্তি করেই দেশে গণটিকা কার্যক্রম চলছে।

আরো পড়ুনঃ   এবারের লকডাউনে যা যা বন্ধ থাকছে

ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্যবিধি মানতে অনীহায় ঝুঁকিতে বেনাপোল

বাংলাদেশে প্রবেশে স্বাস্থ্যবিধি মানছে না ভারতের পণ্যবাহী ট্রাকচালকরা। মাস্ক ছাড়াই থাকছেন, ঘোরাফেরা করছেন। এতে মারাত্মক করোনা ঝুঁকিতে রয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যদিও...

সর্বশেষ সংবাদ