Homeবিনোদোনকেন বিচ্ছেদের পথে হাঁটছেন সামান্থা-চৈতন্য?

কেন বিচ্ছেদের পথে হাঁটছেন সামান্থা-চৈতন্য?

দক্ষিণ ভা’রতীয় তারকা অ’ভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হতে যাচ্ছে আরেক জনপ্রিয় অ’ভিনেত্রী সামান্থা আক্কিনেনির। গত কয়েক দিন ধরে এমন গুঞ্জন বাতাসে ভাসছিল।

গত আগস্টে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে স্বামীর পদবি মুছে ফেলেন সামান্থা। এর পর থেকে এই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন আরও দৃঢ় হয়।

গুঞ্জন যেন সত্যিতে রূপ না নেয়, সেটিই প্রার্থনা ছিল এ দুই তারকার ভক্ত-অনুরাগীদের। কারণ সাত বছর চুটিয়ে প্রে’মের পরিণতি যে বিয়ে, তার বিচ্ছেদ মানতে নারাজ অনেকেই। কিউট কাপল হিসেবে দক্ষিণ ভা’রতে তাদের পরিচিতি রয়েছে।

এ নিয়ে সামান্থা ও চৈতন্য দুজনের কেউ সরাসরি কিছু না বললেও ভা’রতীয় বিভিন্ন মিডিয়ার খবর— বিচ্ছেদের পথেই হাঁটছেন এ দুই দক্ষিণী সুপারস্টার।

তাই প্রশ্ন উঠেছে— কেন ভাঙছে সামান্থা ও চৈতন্যের সংসার?

আরো পড়ুনঃ   মিডিয়ার সঙ্গে কারিনাপুত্রের আচরণে সবাইকে অবাক

জানা গেছে, রুপালি পর্দায় সামান্থা যেভাবে হাজির হন তা মোটেও পছন্দ করছিলেন না স্বামী নাগা চৈতন্য ও তার বাবা নাগার্জুনা আক্কিনেনি। বেশ কিছু স্ক্রিনে সামান্থা খোলামেলা রূপে হাজির হয়েছেন বলে অ’ভিযোগ চেতন্য পরিবারের। ‘ফ্যামেলিম্যান-টু’ ওয়েব সিরিজে খোলামেলা ও সাহসী চরিত্রে অ’ভিনয় করেছেন সামান্থা, যা আক্কিনেনি পরিবার একেবারেই ভালো’ভাবে নেয়নি।

আরো পড়ুনঃ   একটা সময় সিডিউল দিতে পারতাম না, এখন বেকার: নাসরিন

তবে বিষয়টি মানতে নারাজ সামান্থা। এ নিয়ে বেশ কয়েকবার বাকবিতণ্ডা হয়েছে স্বামী চৈতন্যের সঙ্গে। অবধারিতভাবেই দুজনের স’ম্পর্কে বড় রকমের ফাটল ধরেছে।

টাইমস অব ইন্ডিয়াকে এ দুই তারকার একটি ঘনিষ্ঠ সূত্র এমনটিই জানিয়েছেন।

সেই সূত্রটি বলছে, বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন সামান্থা ও চৈতন্য। বিচ্ছেদের সিদ্ধান্ত পরিবর্তন করে ফের এক হতে তাদের একাধিকবার তলব করেছেন আ’দালত। কিন্তু সিদ্ধান্তে অনঢ় তারা দুজনেই। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই তাদের বিচ্ছেদের প্রক্রিয়াটি চূড়ান্ত হবে।

আরো পড়ুনঃ   ‘অনেক দেশের চেয়ে বাংলাদেশে মূল্যস্ফীতি কম’

তবে বিয়েবিচ্ছেদের গুঞ্জনের খবরের বিষয়ে এর আগে সামান্থা বলেছিলেন, ‘আমি গসিপ ও গুজবে তখনই সাড়া দেব, যখন আমা’র মনে হবে এটি দরকার। অন্য সবার মতো আমিও আমা’র মতামতের অধিকারী। বিতর্ক, গুজব চলবেই, আমি বিতর্কের মুখে মন হারিয়ে ফেলার মতো নারী নই। সোশ্যাল মিডিয়া ট্রল ও বিতর্ক আমাকে প্রভাবিত করে না।

ভা’রতীয় গণমাধ্যমগুলোর খবর— দুটি তামিল সিনেমায় চুক্তিবদ্ধ সামান্থা। একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’, অ’পরটি ‘শকুন্তলম’, যেখানে পৌরাণিক চরিত্র শকুন্তলার ভূমিকায় দেখা যাবে সামান্থাকে।

আরো পড়ুনঃ   খুশিকে বিয়ের সময় আমার কাছে ছিল ১৮ টাকা: বৃন্দাবন দাস

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ