15.1 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রাম বিমানবন্দরে ৭৩৫ কার্টন সিগারেট জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ৭৩৫ কার্টন সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবৈধভাবে নিয়ে আসা ৭৩৫ কার্টন ইজি গোল্ড ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে বিমানবন্দরে কর্মরত জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮ টা ১০ মিনিটে শারজাহ থেকে এয়ার এরাবিয়া ফ্লাইটে আসা দুই যাত্রীর কাছ থেকে ৪৯০ কার্টন এবং পরিত্যক্ত অবস্থায় থাকা আরও ২৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ।

তিনি জানান, কাস্টমসের স্ক্যানিংয়ে দুই যাত্রীর কাছ থেকে ২৪৫ কার্টন করে মোট ৪৯০ কার্টন ইজি গোল্ড সিগারেট পাওয়া যায়। বাকি ২৪৫ কার্টন পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।