তারকা ইমেজ নিয়ে বরাবরই পর্দায় হাজির হতে দেখা যায় চিত্রনায়ক শাকিব খানকে। গতানুগতিক ধারার বাইরে এবার একটু ভিন্ন লুকে আসছেন দেশ সেরা এই নায়ক!
‘গলুই’ সিনেমা’র শুটিংয়ে তাকে দেখা যাবে অজপাড়া গাঁয়ের এক মাঝির চরিত্রে। আর এ চরিত্র রূপদান করতে শাকিব নিজেকে পুরোপুরি ভেঙেছেন। তাই বোঝা গেল লুক দেখে!
মা’থায় গামছা বেঁধে লুঙ্গি পরেই শুটিংয়ে নেমেছেন জনপ্রিয় এ চিত্রনায়ক।
গলুইতে যু’ক্ত হওয়া প্রসঙ্গে শাকিব খান বলেন, সিনেমা’র গল্প শুনে কাজটি করতে রাজি হয়েছি। দর্শক নতুনত্ব চায়। আমি সবসময় চেষ্টা করেছি নিজেকে একেক চরিত্র দিয়ে নতুন করে উপস্থাপন করার। তাছাড়া গলুই-তে অন্য ধরনের প্রে’মের গল্প আছে। পরিচালক এস এ হক অলিক বরাবরই প্রে’মের গল্প ভালো নির্মাণ করেন। তাই চোখ বন্ধ করে এই সিনেমা’র সঙ্গে নিজেকে যু’ক্ত করেছি।
সিনেমা’র পরিচালক এস এ হক অলিক জানান, গলুই-তে শাকিব খান লালু চরিত্রে অ’ভিনয় করছেন। তিনি নিজেকে পুরোপুরি ভেঙে নতুন চরিত্রে হাজির হবেন। নিজেকে উজাড় করে কাজটি করছেন। তার আন্তরিক সহযোগিতায় দারুণভাবে কাজ আগাচ্ছে।
জামালপুরে মাদারগঞ্জের এ লোকেশনে এর আগে শুটিং হয়নি উল্লেখ করে পরিচালক অলিক বলেন, শাকিব খান এসেছেন শুনে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ শুটিং এবং শাকিব খানকে একনজর দেখতে এসেছেন। মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উৎসুক জনতা সামলাতে হিমশিম খাচ্ছেন। আম’রা ভালো’ভাবে শুটিং চালিয়ে যাচ্ছি।
‘গলুই’ সিনেমায় শাকিব খানের নায়িকা পূজা চেরী। বড় পর্দার দর্শক এবারই প্রথম নতুন জুটির রসায়ন দেখতে পাবেন। আরও অ’ভিনয় করছেন আজিজুল হাকিম। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।