ছবি: সংগৃহীত
পিঠের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের পেসার সাইফুদ্দিন। আর তার বদলি হিসেবে দলে স্থান পেয়েছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।
পিঠের ইনজুরির কারণে বাদ পড়ায় আজ সুপার টুয়েলভে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সাইফুদ্দিনকে দেখা যাবে না। এবারের বিশ্বকাপে প্রিলিমিনারি স্টেজের ৪ ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন পেসার সাইফুদ্দিন। বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল টিম ইতোমধ্যেই সাইফুদ্দিনের বদলী হিসেবে রুবেল হোসেনের নাম অনুমোদন করেছে। রুবেল হোসেন বাংলাদেশের হয়ে ২৮টি টি-টোয়েন্টিসহ মোট ১৫৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এবারের বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও খেলা যেন অনেকটাই অনিশ্চিত ছিলো রুবেলের। সাইফুদ্দিনের ইনজুরি যেন শাপে বর হয়ে দেখা দিলো রুবেলের জন্য।