Homeবিনোদোনআরিয়ানের চিন্তায় এ কী দশা শাহরুখের! জেনে নিন ভাইরাল ছবির আসল রহস্য

আরিয়ানের চিন্তায় এ কী দশা শাহরুখের! জেনে নিন ভাইরাল ছবির আসল রহস্য

গত ২৫ দিন ধরে হেফাজতে ছে’লে। আরিয়ানের চিন্তায় রাতের ঘুম উড়েছে শাহরুখ-গৌরীর। মা’দক-কা’ণ্ডে অ’ভিযু’ক্ত আরিয়ান, দেশের কেন্দ্রীয় মা’দক নিয়ন্ত্রক সংস্থার তরফে চাঞ্চল্যকর অ’ভিযোগ আনা হয়েছে শাহরুখ পুত্রের বি’রুদ্ধে। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাই’রাল শাহরুখ খানের একটি ছবি। সেখানে কা’ন্নায় ভেঙে পড়া এক বাবার ছবি ধ’রা পড়েছে। চোখের নীচে কালি, লাল হয়ে ফুটে রয়েছে চোখ, মুখ ভর্তি কাঁচা-পাকা দাঁড়ি, এলোমোলো চুল- পুরোদস্তুর বি’ধ্বস্ত শাহরুখ খান। এমন শাহরুখকে দেখতে অভ্যস্ত নয় তাঁর অনুরাগীরা।

বিদ্যুত গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবি। কিন্তু আদেও কী’ সত্যি এই ছবি নাকি পুরোটাই টেকনোলজির কারসাজি?

ভাই’রাল ছবিতে গাড়ির ভিতর বসা কিং খান লেন্সব’ন্দি হয়েছেন। আর্থার রোড জে’লে আরিয়ানের সঙ্গে দেখা করে ফেরার পর শাহরুখের এই ছবি বলে রটে গিয়েছে সোশ্যালে। জে’লব’ন্দি ছে’লে, ইমেজ নষ্টের আশঙ্ক্ষা- চাপের জেরেই নাকি এই হাল শাহরুখের!

আরো পড়ুনঃ   বিমানবন্দর সড়কে গাড়িচাপায় পিষ্ট হলেন পাঠাওচালকসহ ২ জন
আরো পড়ুনঃ   বিমানবন্দর সড়কে গাড়িচাপায় পিষ্ট হলেন পাঠাওচালকসহ ২ জন

আসল সত্যি-

যদিও যাচাই করে দেখা গিয়েছে শাহরুখের এই ভাই’রাল ছবি সাম্প্রতিক সময়ের নয়। ২০১৭ সালের, অর্থাত্ চার বছর পুরোনো ছবি। সেই সময় আলিয়া ভাটের জন্ম’দিনের পার্টিতে যাওয়ার সময় চিত্র সাংবাদিকদের লেন্সেব’ন্দি শাহরুখ। তাঁর মুখের অ’ভিব্যক্তিতে যে চিন্তা ধ’রা পড়েছে, তা আসলে ওই চিত্রসাংবাদিকের জন্য। ছবি তোলার সময় শাহরুখের গাড়ির সামনে হু’মড়ি খেয়ে পড়েন তিনি, এর জেরে চোটও লাগে তাঁর। তবে চোখের তলার কালি কিংবা কা’ন্নার ছাপ বোঝাতে চোখ লাল করবার মতো বিষয়গুলো ফটোশপের সাহায্য করা হয়েছে।

শাহরুখের এডিটেড ছবি ভাই'রাল
শাহরুখের এডিটেড ছবি ভাই’রাল

মা’দক কা’ণ্ডে আরিয়ানের গ্রে’ফতারির পর একবারই জনসমক্ষে এসেছেন শাহরুখ। গত ২১ অক্টোবর আর্থার রোড জে’লে ছে’লের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অ’ভিনেতা। নিময় মেনেই সেখানে ছে’লের সঙ্গে কথা বলেন বাদশা। বাবা-ছে’লের মাঝে ছিল লোহার গ্রিল আর কাঁচের দেওয়াল। করো’নার জেরে এখন অ’ভিযু’ক্ত বা আ’সামিদের সঙ্গে পরিজনেরা দূরত্ব বজায় রেখেই সাক্ষাত্ করতে পারে। বাবাকে দেখে ‘আই অ্যাম সরি’ বলে কেঁদে ফেলে আরিয়ান। শাহরুখ সান্ত্বনা দিয়ে ছে’লেকে বলেন, ‘আই ট্রাস্ট ইউ বেটা’। এমনই খবর জে’লসূত্রে।

আরো পড়ুনঃ   নন্দিত কৌতুক অভিনেতা দিলদার চলে যাওয়ার ১৮ বছর

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ