Homeসারাদেশসিরাজগঞ্জে লরি চাপায় ৩ মটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জে লরি চাপায় ৩ মটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের হাটিকুমরুল- বনপাড়া মহসড়কের তাড়াশ মহিশলুটিতে গ্যাসবাহী লরি চাপায় ৩ জন মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গুরুত্বর আহত আরও ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে মহাসড়কের ৬ নং ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান নিশ্চিত করে যমুনা টেলিভিশনকে বলেন ,দূর্ঘটনায় নিহত ব্যক্তিরা পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চন্ডিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা।

ঢাকা থেকে রাজশাহী গামী একটি গ্যাসবাহী লরির সাথে বনপাড়া এলাকা থেকে দিনমজুরের কাজ শেষে ভাড়ায় চালিত মটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় ও ১ জনকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়েছে।

আরো পড়ুনঃ   পাহাড়ে মাটি খুড়ে পাওয়া যাচ্ছে ইয়াবা
আরো পড়ুনঃ   আখাউড়ায় ট্রেনের নিচে পড়েও বেঁচে গেলেন গৃহবধূ, ভিডিও ভাইরাল

নিহতরা হলেন পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চন্ডিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আশিক হোসেন (২৫) পলক আহম্মেদ (২৪) স্বপন মন্ডল (৩০)। ঘাতক লরিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।

সর্বশেষ সংবাদ