27.9 C
Chittagong
বুধবার, ১ মে ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজরোজায় স্কুল বন্ধ রাখার আদেশ বহাল, সিদ্ধান্ত কাল

রোজায় স্কুল বন্ধ রাখার আদেশ বহাল, সিদ্ধান্ত কাল

শিক্ষা ডেস্ক :

রমজান মাসে প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ নাকি খোলা এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আপিল বিভাগ।

স্কুল খোলার রাখার সিদ্ধান্তকে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টায় আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি সাইফুল আলম। অপর পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফায়েজ।

এর আগে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত গতকাল রবিবার স্থগিত করেন হাইকোর্ট। আজ সোমবার এ বিষয়ে আপিলের আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

হাইকোর্টের স্থগিতাদেশে চেম্বার আদালত হস্তক্ষেপ না করায় মঙ্গলবার রোজার প্রথম দিন প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকবে বলে জানিয়েছেন আইনজীবী এ কে এম ফায়েজ।