Homeসারাদেশপদ্মা সেতুর সঙ্গে রেল সংযোগ সম্পন্ন

পদ্মা সেতুর সঙ্গে রেল সংযোগ সম্পন্ন

পদ্মা সেতুর সঙ্গে রেল সংযোগ সম্পন্ন হয়েছে। সড়ক পথ উন্মুক্তের দিনই ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত রেলপথ চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার সকালে কাজ পরিদর্শনে সেতুর মাওয়া প্রান্তে আসেন রেলমন্ত্রী। রেল সংযোগ প্রকল্পের ভায়াডাক্ট-২ এর সেগমেনাটাল গার্ডার বসানো শেষে তিনি বলেন, করোনার মধ্যেও দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। মোট কাজের ৪১ শতাংশ অগ্রগতি হয়েছে। বাকি কাজগুলো সময়ের মধ্যেই সমাপ্ত করা হবে।

রেলমন্ত্রী বলেন, ভাঙ্গা, শিবচর, জাজিরা ও মাওয়া মোট ৪টি স্টেশন নির্মাণের কাজ চলছে। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ হবে। ২০২৪ সালের জুন মাসে প্রকল্প নির্মাণের সময় নির্ধারিত হয়েছে।

আরো পড়ুনঃ   নির্মাণাধীন বাড়ির নিচে মিললো মালিকের হাত-পা বাঁধা মরদেহ

ইউএইচ/

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ