15.1 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাফটিকছড়িতে টিলা কেটে কৃষি জমি ভরাট: ৩ লক্ষ টাকা অর্থদণ্ড

ফটিকছড়িতে টিলা কেটে কৃষি জমি ভরাট: ৩ লক্ষ টাকা অর্থদণ্ড

চট্টগ্রামের ফটিকছড়িতে টিলা থেকে মাটি কেটে কৃষি জমি ভরাট করার অপরাধে এক ব্যক্তিকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের চানপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ডের আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।

তিনি বলেন, গোপনে টিলা কাটার সংবাদ পেয়ে সোমবার ভোরে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।

এসময় টিলা কেটে কৃষি জমি ভরাটের বিষয়টি হাতেনাতে ধরা পড়ায় রমজান আলী নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ (১) অনুসারে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

তাছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর ও ২টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।