27.1 C
Chittagong
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ থেকে আম নিতে চায় চীন

বাংলাদেশ থেকে আম নিতে চায় চীন

জাতীয় ডেস্ক :

চীন বাংলাদেশ থেকে আম নেয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (৩ জুন) এক অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকা ও বেইজিংয়ের মাঝে সরাসরি ফ্লাইট চালু করার বিষয়ে কথা চলছে।

পাশাপাশি বাংলাদেশের সাথে যতো দ্রুত সম্ভব মুক্ত বাণিজ্য চুক্তি করতে তাঁর দেশ আগ্রহী বলেও জানান তিনি।

চীনা বাণিজ্য সংস্থা এবং বুয়েটের মাঝে সহযোগিতা শীর্ষক এক অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত এসব কথা বলেন। বুয়েটের ইইসি অডিটরিয়ামে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের আমের মান যাচাইয়ে শীঘ্রই চীনের একটি দল বাংলাদেশে আসবে এবং এই বছর থেকেই আম আমদানির চিন্তা করছে চীন সরকার।

পাশাপাশি, মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই চলছে এবং যতো দ্রুত সম্ভব এই ব্যাপারে আলাপ-আলচনা শুরু হবে।এসময় বাংলাদেশ ও চীন উন্নয়নের এক মাহেন্দ্রক্ষণে অবস্থান করছে বলে জানান চীনা রাষ্ট্রদূত।