রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাম মন্দিরকে হাতিয়ার করেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নেমেছিল বিজেপি। তবে, রাম মন্দির যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে, সেখানেই হেরেছে বিজেপি।
উত্তরপ্রদেশের ফৈজাবাদ কেন্দ্রে বিজেপিকে হারতে হয়েছে। অযোধ্যা শহরটি পূর্বে ফৈজাবাদ জেলা হিসাবে পরিচিত ছিল। ২০১৮ সালে ফৈজাবাদ জেলার আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয় অযোধ্যা। তবে লোকসভা আসনটিকে এখনও ফৈজাবাদ বলা হয়।
গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপির প্রার্থী লাল্লু সিং সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদের পিছনে চলে যান। শেষ খবরে এ আসনে ৫৪ হাজার ভোটে সমাজবাদী পার্টির আভাদেশ প্রসাদের কাছে পরাজিত হলেন বিজেপির লাল্লু সিং।
২০১৪ ও ২০১৯ সালের দুই নির্বাচনেই জয়ী হয়েছিলেন লাল্লু সিং৷রামমন্দির তৈরির আগের নির্বাচনে আসনটিতে ৬৫ হাজার ভোটে জিতেছিল বিজেপি।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের ও অযোধ্যার মর্যাদা রাখতে পারিনি। নিশ্চয়ই আমার মধ্যে কোনো কিছুর অভাব ছিল।’
চলতি বছরের জানুয়ারিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রামমন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৯২ সালের দাঙ্গায় ধ্বংস করা ১৬ শতকের মসজিদের জায়গায় মন্দিরটি তৈরি করা হয়েছিল।