চিত্রনায়িকা থেকে রাজনীতিবিদ হওয়া কঙ্গনা রানাওয়াত ভোটে দাঁড়িয়েই করলেন বাজিমাত। বিজেপির হয়ে এবারের লোকসভা নির্বাচনে অংশ নিয়ে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে জয়ী হয়েছেন ‘কুইন’ খ্যাত এই বলিউড অভিনেত্রী।
ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভোটে কঙ্গনা পেয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ২২টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিংক পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ২৬৭টি ভোট।
বিজেপির হয়ে এবার নির্বাচনে নামলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে আগে থেকেই গলা ফাটাতে দেখা গেছে কঙ্গনাকে। বিজেপির হয়েও করেছেন কাজ। এরপর এবার লোকসভা নির্বাচনে মান্ডির টিকিট তুলে দেওয়া হয় তার কাছে।
এদিকে, নির্বাচনী প্রচারের সময় জানিয়েছেন জয় পেলে অভিনয় ছাড়ে দেবেন এই তারকা। এখন দেখার বিষয়, রাজনৈতিক ক্যারিয়ারের জন্য আসলেই রূপালি পর্দা ছাড়েন কিনা তিনি।
কঙ্গনার করা সর্বশেষ চলচ্চিত্র ‘ইমার্জেন্সি’ রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমাটিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমার পরিচালকও তিনি। মূলত নির্বাচনের জন্যই মুক্তি পিছিয়েছে ইমার্জেন্সির।