16.2 C
Chittagong
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাবাঁশখালীতে জাল ভোট দিতে গিয়ে জরিমানা গুনলেন ৪ জন

বাঁশখালীতে জাল ভোট দিতে গিয়ে জরিমানা গুনলেন ৪ জন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও জাল ভোট দেওয়ার অপরাধে ৪ জনকে লক্ষ টাকার অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজ বুধবার (৫ জুন) দুপুরে সোয় ১২ টার দিকে উপজেলার বাহারচড়া কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তীর হাতে ধরা পড়ে এ চারজন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনিই এ অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. বুলবুল (৪১)কে আচরণবিধি লঙ্ঘন ও জাল ভোট দেওয়ার দায়ে ৫০ হাজার টাকা, মো. রিফাত (৩০) কে ২০ জাহার, মো. মেজবাহ উদ্দিনকে ২০ হাজার মো. আক্কাস উদ্দিন (২৮)কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী এ তথ্র নিশ্চিত করে বলেন, ২ জনকে জাল ভোট দেওয়ার দায়ে এবং অপর দুইজনকে ভোট দেওয়ার পর ভোটকেন্দ্রে অবস্থান করাযর অপরাধে এ জরিমানা করা হয়।