12.4 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামপাহাড়তলীতে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রীসহ নিহত ২

পাহাড়তলীতে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রীসহ নিহত ২

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন হাক্কানী পেট্রোলপাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় শারমিন আক্তার (২২) নামে এক কলেজ শিক্ষার্থীসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (৬ জুন) দুপুর পৌণে ১টার সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক সামনে চলন্ত স্কুটিকে ধাক্কা দিলে প্রাণহানির ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনী এম ব্লকের বাসিন্দা জামাল উল্লাহর ছেলে মেহেদী হাসান আরিফ (২৮) এবং একই এলাকার এন ব্লকের ৩৬২ নং প্লটের বাসিন্দা মৃত বাবুলের মেয়ে শারমিন আক্তার (২২)। এদের মধ্যে শারমিন আইন কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

চমেক হাসপাতালের নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ দুপুর ১টার দিকে পাহাড়তলী থেকে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত দুই বাইক আরোহীকে চমেক হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।

এসময় জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।