Homeবিনোদোনআংটি বদল করে ফেলেছেন শবনম ফারিয়া!

আংটি বদল করে ফেলেছেন শবনম ফারিয়া!

বলিউডের অ’ভিনেত্রী আলিয়া ভাটের পথে হাঁটলেন দেশের জনপ্রিয় অ’ভিনেত্রী শবনম ফারিয়া। তবে একটু ভিন্নভাবেই। গত ৭ জানুয়ারি আলিয়া ভাট তার প্রে’মিক রণবীর কাপুরের তোলা নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‌‘আমা’র প্রে’মিকের ফটোগ্রাফি দক্ষতা দেখালাম।’ এদিকে শনিবার (৮ জানুয়ারি) ফারিয়া ইনস্টাগ্রামে তার কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে গো’লাপি-সবুজ পাড়ের সাদা শাড়ি। মিষ্টি হাসিতে তোলা ছবি দুটির ক্যাপশনে এই অ’ভিনেত্রী লিখেছেন, ‘আলিয়া ভাট প্রে’মিকের তোলা নিজের কয়েকটি ছবি পোস্ট করে প্রে’মিকের ফটোগ্রাফি দক্ষতা দেখিয়েছেন।

তাই চিন্তা করলাম, আমি কেন আমা’র বানরের (বানর ইমোজি) তোলা ছবি দেখিয়ে তার দক্ষতা কেন প্রকাশ করব না? থ্যাংক ইউ বানর, আমা’র ইনস্টাফিড আরও সুন্দর করে তুলতে সহযোগিতা করার জন্য।’ আলিয়ার প্রে’মিক যে রণবীর কাপুর, তা সবারই জানা। বলিউডে তাদের প্রে’ম ওপেন সিক্রেট। কিন্তু শবনম ফারিয়া যাকে ‘বানর’ ছদ্মনাম দিলেন, তিনি কে? কে সেই বানর? কাকে তার প্রে’মিক বলে দাবি করেছেন এই পোস্টে? পরিচয়টা জানা যায়নি। এদিকে ফারিয়ার ইনস্টাগ্রাম ঘুরে দেখা যায়, অনেকদিন ধরেই তিনি তার বিভিন্ন ছবির ক্রেডিট দিচ্ছেন ‘বানর’ ইমোজিকে।

আরো পড়ুনঃ   আগামী ৫ আগস্টের পর লকডাউন বাড়ানো হবে কি না, যা জানালো জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আরো পড়ুনঃ   দুর্ঘ’টনা এড়াতে ভুলেও প্রেসার কুকারে এইসব খাবার রান্না করবেন না

অর্থাৎ যিনি ছবিগুলো তুলে দিচ্ছেন, তাকে ফারিয়া অন্তর্জালে বানর নামে সম্বোধন করছেন। কিন্তু সেই বানরের আসল পরিচয় এখনো আড়ালে রয়ে গেছে। আরও একটি বিষয় নজরে আসছে নেটিজেনদের। তা হলো শবনম ফারিয়ার অনামিকা আঙুলে আংটি। অ’পুর সঙ্গে বিচ্ছেদের পর তার হাত খালিই ছিল। তবে কয়েক মাস ধরে অনামিকায় একটি আংটি পরিধান করছেন অ’ভিনেত্রী। এটা দেখে অনেকে ধারণা করছেন, কেবল প্রে’ম নয়, আংটিও নাকি বদল করে ফেলেছেন শবনম ফারিয়া। যদিও এসব বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য কিংবা ঘোষণা দেননি অ’ভিনেত্রী।

আদালত চত্বর থেকে সাক্ষী অপহরণ, বাধা দেয়ায় লাঞ্ছিত ৩ আইনজীবী

পাবনা প্রতিনিধি:পাবনায় যৌতুক মামলার অভিযোগকারী ও আসামি পক্ষের বিরোধের জেরে বহিরাগতদের হামলায় তিন আইনজীবী লাঞ্ছিত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে আদালত চত্বরে এ ঘটনা...

সর্বশেষ সংবাদ