Homeবিনোদোনকপিল শর্মার বায়োপিক নির্মাণের ঘোষণা

কপিল শর্মার বায়োপিক নির্মাণের ঘোষণা

ছবি: সংগৃহীত

বলিউডে এবার তৈরি হচ্ছে কপিল শর্মার বায়োপিক। পরিচালনায় মৃগদীপ সিং লাম্বা। ‘ফুকরে’ ছবির পরিচালক মৃগদীপ। ভারতের অন্যতম জনপ্রিয় ‘কমেডি কিং’-এর বায়োপিক তৈরির কথা ঘোষণা করলেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ। ছবির নাম হবে ‘ফানকার’। খবর হিন্দুস্থান টাইমসের।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তরণ জানান, ‘ফুকরে’ পরিচালক তৈরি করবেন কপিল শর্মার বায়োপিক। নাম ‘ফানকার’। প্রযোজনায় লাইকা প্রোডাকশন। ছবিতে কপিল শর্মার চরিত্রে কে অভিনয় করবে, তা অবশ্য জানানো হয়নি।

গত প্রায় এক দশক ধরে নিজের নামে কমেডি শো চালিয়ে আসছেন কপিল এবং এটির জনপ্রিয়তা এখনও তুঙ্গে। প্রথমে কালারস টিভিতে ‘কমেডি নাইটস উইথ কপিল’ নামে শো ছিল। এরপর ২০১৫ সাল থেকে একই ফরম্যাটে সনি টিভিতে ‘দ্য কপিল শর্মা শো’ নামে এটি চালু হয়। যা এখনও চলছে।

পরিচালক লাম্বা জানান, ভারতের জনপ্রিয় শিল্পী কপিল শর্মার জীবন কাহিনি দর্শকদের কাছে পৌঁছে দেয়ার জন্য মুখিয়ে রয়েছি। তবে কপিলের শৈশবের কথাও তুলে ধরা হবে কিনা, তা অবশ্য জানানো হয়নি নির্মাতাদের পক্ষ থেকে।

আরো পড়ুনঃ   পিয়াসা ও মৌকে ‘মডেল’ বলায় অভিনয় শিল্পী সংঘের আপত্তি
আরো পড়ুনঃ   এবার নবাব হলেন হিরো আলম

ইউএইচ/

সর্বশেষ সংবাদ