চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন মাস্টার লেন এলাকায় মারওয়া সুলতানা নাসরিন নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে। পরে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।
মৃত নাসরিন ওই এলাকার মনির হোসেনের মেয়ে এবং সিটি কর্পোরেশন প্রিমিয়ার কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন বলে জানা গেছে।
স্বজনদের বরাতে খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব দে জানান, ঘটনার আগে ওই কলেজ ছাত্রীকে বকা-ঝকা করে তার বাবা-মা। এতে পরিবারের ওপর অভিমান করে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই ছাত্রীর মরদেহটি উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।