Homeবিনোদোনঈদে আসছে সালমান খানের নতুন চমক

ঈদে আসছে সালমান খানের নতুন চমক

ছবি: সংগৃহীত

আগামী ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘কাভি ঈদ, কাভি দিওয়ালি’ সিনেমা। এ সিনেমায় ২৭ বছরের ছোট পূজা হেগড়ের সাথে প্রেম করতে দেখা যাবে বলিউড ভাইজানকে। চলচ্চিত্র সমালোচক তরন আদর্শ বিষয়টি নিশ্চিত করেন।

কাভি ঈদ, কাভি দিওয়ালি সিনেমার পরিচালক ফরহাদ সামজি এবং প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে অভিনেত্রী পূজা হেগড়ের সাথে সালমান খানের রোমান্সের খবরে ভক্তরা উচ্ছ্বসিত।

এর আগে অভিনেত্রী দিশা পাটানির সাথে রোমান্স করলেও পূজার সাথে এবারই প্রথম জুটিবদ্ধ হচ্ছেন বলিউড সালমান খান।

আরো পড়ুনঃ   প্রেমে পড়ে স্বামীকে ভুলে গেলেন নুসরাত!

আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে নায়ক দেবকে নোটিশ দিয়েছে সিবিআই

এ বিষয়ে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানান, সিনেমার মাধ্যমে বলিউডে একটি ফ্রেশ জুটি আসতে চলেছে। কাস্টিংয়ের সময় সালমানের নায়িকা হিসেবে পূজাকে সেরা মনে হয়েছে। কাভি ঈদ, কভি দিওয়ালি সিনেমায় সম্পূর্ণ নতুনভাবে দেখা যাবে ভাইজানকে।

আরো পড়ুনঃ   অবশেষে ঝুঁকতেই হলো, শতাধিক রুপি জরিমানা ‘পুষ্পা’কে

/এনএএস

সর্বশেষ সংবাদ