চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব।
জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ১২ বছর পলাতক ছিলেন এ আসামি। রবিবার (৯ জুন) সকালে চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপতার আসামির নাম মো. মামুন। সে ভূজপুর ইউনিয়নের কোম্পানি টিলা এলাকার আজিজুল হক প্রকাশ চিকন মিয়ার ছেলে।
আজ সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমে একটি বার্তা পাঠায় র্যাব। এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর বড়পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এড়াতে ১২ বছর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন মামুন। তাকে ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।