বান্দরবানে রুমা এবং থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ম্যানেজার অপহরণ এবং পুলিশ ও আনসা সদস্যদের অস্ত্র লুটের ঘটনায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে এ পর্যন্ত ৯৯ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
সর্বশেষ রুমা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ জুন) তাদের রুমা উপজেলা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা। গ্রেপ্তাররা হলেন, বান্দরবানের রুমা উপজেলার বাসিন্দা জন পল বম (২৭), লাল রুলাল খুপ বম (৫০)ও জনি লুসাই (৪১)।
এদিকে বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে গ্রেপ্তারদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুমা সদর থেকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।