বিয়ে করেছেন চিত্রনায়ক সোহেল চৌধুরী ও দিতির ছে’লে সাফায়েত চৌধুরী। সম্প্রতি নেদারল্যান্ডসের আমস্টারডামে দীর্ঘদিনের প্রে’মিকা ভ্যান ক্রালিংকেন-কে বিয়ে করেন সাফায়েত। ক্রালিংকেন সে দেশেরই নাগরিক। বিয়ের পর কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে, যাতে সাফায়েত ও ক্রালিংকেনকে আনন্দময় মুহূর্ত উদযাপন করতে দেখা যাচ্ছে।
সাফায়েত চৌধুরী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছয় বছর একসঙ্গে কা’টানোর পর জীবনের নতুন অধ্যায়ের শুরু। চ’মৎকার একজন নারীর সঙ্গে যৌথ জীবন শুরু করতে পেরে আনন্দিত’।
সাফায়েত চৌধুরী বর্তমানে নেদারল্যান্ডসে বসবাস করছেন। সেখানে রিয়ারসন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। নেদারল্যারন্ডসে বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কারণে সেই আয়োজনে উপস্থিত হতে পারেননি তার বোন লামিয়া চৌধুরী। জুম কলের মাধ্যমে যু’ক্ত হয়ে ভাইয়ের বউকে স্বাগত জানান দিতিকন্যা। করো’না সঙ্কটের কারণে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে।
সোহেল চৌধুরী ও দিতি বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি ও অ’ভিনয়শিল্পী। ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রা’ম্পস ক্লাবের নিচে সোহেলকে গু’লি করে হ’ত্যা করা হয়। মস্তিষ্কে ক্যানসারে আ’ক্রান্ত হওয়ায় ২০১৫ সালের ২৫ জুলাই থেকে ভা’রতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতা’লে নেওয়া হয় দিতিকে।
মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেই বছরের নভেম্বরে আবারও একই হাসপাতা’লে ভর্তি করানো হয় তাকে। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় ৮ জানুয়ারি তাকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পরপরই তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতা’লে ভর্তি করা হয়। হাসপাতা’লের আইসিইউতে থাকাকালীন ২০১৬ সালের ২০ মা’র্চ বিকেল ৪টা ৫ মিনিটে শেষ নিঃশ্বা’স ত্যগ করেন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অ’ভিনয়শিল্পী দিতি।