26.9 C
Chittagong
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিবের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিবের শ্রদ্ধা

জাতীয় ডেস্ক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান।

শুক্রবার (১৪ জুন) বিকাল ৫টায় তিনি সপরিবারে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের শহিদ সদস্যদের আত্মার শান্তি কামনা এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য সমাধিস্থলে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।

শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে রাষ্ট্রের মহানায়ক বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানান বিশিষ্ট এই সাংবাদিক।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এবং উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়ে ৮ জুন সকালে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছিলেন নাঈমুল ইসলাম খান।