25.1 C
Chittagong
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামনগরের পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

নগরের পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানরা ত্যাগের মহিমায় ঈদের নামাজের পরপরই পশু কোরবানি শুরু করেন।

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের নামাজ শেষ করেই পশু কোরবানি দিতে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা অংশ নিচ্ছেন পশু জবাইয়ে।

এছাড়া একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসছেন প্রতিবেশীরাও। নগরীর প্রতিটি অলিগিলিতে পশু কোরবানির দৃশ্য দেখা গেছে।

বাড়ির সামনের রাস্তা, গাড়ির গ্যারেজ এবং খোলা মাঠে কোরবানি দিয়েছেন অনেকেই। তবে পেশাদার কসাইয়ের অভাবসহ নানা কারণে অনেকেই আবার ঈদের ২য় দিন কোরবানির সিদ্ধান্ত নিয়েছেন।

কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম সিটি মেয়র।