চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২১ জুন) রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ বলছে, গ্রেফতার তিনজনই এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত।
তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ বিভিন্ন মালামাল ছিনতাই করে আসছে।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের সিকদার বাড়ির মো. ইসলামের ছেলে নাজমুল ইসলাম ইমন (২১), লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নস্থ ঠাকুরদীঘি এলাকার সরোয়ার বাড়ির মোহাম্মদ আলীর ছেলে মো. সাঈদ হোসেন রানা (২০) ও কেঁওচিয়ার পূর্ব মাদারবাড়ড়ি এলাকার মো. আমিনের ছেলে আবীর মাহমুদ শাওন।
এ তথ্য নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় টিম সাতকানিয়া।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান জানালেন ওসি।