চট্টগ্রামের কালুরঘাট সেতু সংলগ্ন ফেরিঘাটে নৌকা পারাপারের সময় পড়ে গিয়ে আশরাফ উদ্দিন কাজল (৪৮) নামে পল্লী বিদ্যুতের এক কর্মী নিখোঁজ রয়েছেন।
একই ঘটনায় নদীতে পড়ে যাওয়া নুর কাদের (৩৮) নামে অপর এক যুবককে উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আবদুর শুক্কুর বলেন, ফেরিঘাটে নৌকায় যাত্রী তোলার সময় প্রবল স্রোতে নৌকাটি ফেরির সাথে ধাক্কা লেগে দুই যাত্রী নদী পড়ে যান। একজন উঠতে পারলেও অপরজন তলিয়ে গেছেন নদীতে।
উদ্ধার অভিযানের জন্য বর্তমানে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নিখোঁজ আশরাফ বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।