Homeসারাদেশভয়ঙ্কর মাদক ‘আইস’সহ রোহিঙ্গা আটক

ভয়ঙ্কর মাদক ‘আইস’সহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ বা আইস’সহ এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব। শনিবার (৮ মে ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল হ্নীলা ইউনিয়নের জাদিমোরা জেলে ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার সাথে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।

আটক মাদক কারবারি ২৪নং লেদা নতুন রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৩ এর বাসিন্দা মৃত মোঃ হোসেনের ছেলে মোঃ হামিদ (১৯)।

কক্সবাজার র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে সে দীর্ঘদিন ধরে সিমান্ত এলাকা হতে মাদকের চালান সংগ্রহ করে কক্সবাজারসহ দেশব্যাপী সরবরাহ করে আসছিল। জব্দকৃত মাদকসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুনঃ   চট্টগ্রামে করোনা শনাক্তের রেকর্ড, মৃত্যু ১৭
আরো পড়ুনঃ   বান্ধবীকে আইফোন উপহার দিতে নিজেকে অপহরণ

প্রসঙ্গত, টেকনাফ সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ইতোমধ্যে বেশ কয়েকটি আইস’র চালান জব্দ করা হয়েছে।

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ