হবিগঞ্জে ভারতীয় চিনিবোঝাই একটি ট্রাককে থামার সঙ্কেত দেয়ায় কাল হলো চট্টগ্রামের বাসিন্দা পুলিশ কনস্টেবল রবিউল হকের।
তাকে চাকার নিচে পিষে মারল ঘাতক ট্রাক। বুধবার ভোট সাড়ে পাঁচটার দিকে জেলার শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের চেকপোস্টে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ট্রাকের চালকসহ দুই জনকে আটক করেছে পুলিশ। নিহত রবিউল গত মঙ্গলবার সুনামগঞ্জ হাইওয়ে থানা থেকে বদলি হয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগ দেন। রবিউলের বাড়ি চট্টগ্রামে বলে জানা গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ তৌমুর ইসলাম বলেন, সকালে সিলেট থেকে ঢাকামুখী ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাককে দাঁড়ানোর জন্য সিগনাল দেন রবিউল।
এসময় ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারা মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে, চালক নিজের ইচ্ছায় রবিউলকে চাপা দিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় দুই জনকে আটক এবং ট্রাক জব্দ করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।