28.3 C
Chittagong
বুধবার, ৬ নভেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রাম নগরীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম নগরীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় পণ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৯ জুন) বিকেল ৩ টায় দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষনিক নিহত বাইক আরোহীর পরিচয় সনাক্ত করা যায়নি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার জানান, কয়েকজন পথচারী থানায় ফোন করে জানান, সল্টগোলা ক্রসিং এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে।

বলেন, পণ্যবাহী এবটি ট্রাক চলন্ত একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে বাইক আরোহী। পরে ট্রাকটির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

জেএন/পিআর