Homeজাতীয়খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে যেতে দেয়া উচিত: ডা. জাফরুল্লাহ

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে যেতে দেয়া উচিত: ডা. জাফরুল্লাহ

টাঙ্গাইল প্রতিনিধি:

মানবতার কারণে হলেও খালেদা জিয়াকে চিকিৎসা করাতে বিদেশে যেতে দেয়া উচিত বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার দুপুরে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করে অসহায় দুস্থদের মাঝে ঈদুল ফিতরের শতাধিক উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, খালেদা জিয়াকে নিয়ে সরকারের এমন চালাচালি করা মোটেও উচিত হচ্ছে না। উনার যে অবস্থা এদেশে উনার চিকিৎসা হচ্ছে না। লাঞ্চে পানি আশাটা খুবই খারাপ লক্ষ্মণ। যেকোন সময় যেকোন কিছু হতে পারে। এটা দেশের জন্য, জাতির জন্য একটা বিপজ্জনক সমস্যার দিকে নিয়ে যাচ্ছে। যখন আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে তখনইতো করে দিতে পারতো সরকার। এটাতো আধা ঘণ্টার কাজ।

আরো পড়ুনঃ   বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে: কাদের
আরো পড়ুনঃ   করোনায় কমেছে শনাক্ত ও মৃত্যু

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম মেম্বার নঈম জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ